“এমপির কারাদহন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
এম. পি. হন ৯ম জাতীয় সংসদে। খােলামেলা বক্তব্য, সাবলীল উপস্থাপনা ও পত্র-পত্রিকায়। প্রকাশিত ব্যতিক্রমী কলামের জন্যে। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের সর্বত্র ব্যাপকভাবে পরিচিতি লাভ করেছেন। তার বিভিন্ন লেখা ও বক্তব্য বহুবার জাতীয় ইস্যুতে ‘টক অব দি কান্ট্রি’তে পরিণত হয়েছে। এসব কারণে গােলাম মাওলা রনি দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলােচিত ব্যক্তিত্ব। ব্যক্তিগত জীবনে বিবাহিত। পারিবারিক জীবনে দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জনক। স্ত্রী কামরুন নাহার রুনু সাধারণ গৃহিণী।
পেশাগত জীবনের বিচিত্র অভিজ্ঞতা, আধুনিক শিক্ষা এবং প্রকৃতি প্রদত্ত মেধা ও মননশীলতা দিয়ে গ্রন্থকার তার সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ধর্ম, নীতি ও নৈতিকতাকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। নিজস্ব আঙ্গিকে। তার এই নিজস্ব ও ভিন্ন মাত্রার উপলব্ধিই কলামের মাধ্যমে তিনি। ফুটিয়ে তােলেন বিভিন্ন লেখায়। ব্যবসা ও রাজনীতির মতাে জটিল ও দুরূহ বিষয়ের বাইরে গিয়ে গােলাম মাওলা রনির ব্যতিক্রমধর্মী উপস্থাপনাময় গদ্য-লিখন তাকে ইতিমধ্যেই দেশের অন্যতম জনপ্রিয় কলাম লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।