নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বাউলের সাধনা, আচার, জীবনপ্রবাহটা আসলে কেমন; আখড়ায় সহায়তায় কীভাবে এই যুগল ভজনা, কায়াবাদী। সাধনা এখনও দাড়িয়ে আছে মাথা তুলে। স্বমহিমায়, তারই পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত ছড়ানাে। রয়েছে এই বইটির সাতটি রচনায়। আর আমার কথা’য় লেখক নিজেই জানিয়েছেন, দীর্ঘ ষােলাে। বছর ধরে এইসব তথাকথিত উচ্চকোটির। সংস্কৃতির বাইরে দাঁড়ানাে প্রান্তিক সাধনার সঙ্গে তার নিজের জীবনকাহিনী জড়িয়ে যাওয়ার। বৃত্তান্তটাও। সব মিলিয়ে এই বইতে উঠে এসেছে। বাউল তথা দেহবাদী আচরণকলার সরব বৃত্তান্ত। সাধনা, স্খলন, ব্যভিচার, আশা, প্রেম, নারীর। অবস্থান, যৌনবিকৃতি সবই এখানে মূর্ত । লেখকের আখড়াবাসের সুদীর্ঘ অভিজ্ঞতায়। এই বই পশ্চিমবঙ্গের বাউল তথা লােকায়ত সাধনারই এক প্রামাণ্য দর্পণ।