“পরবাসের রঙিন মানুষ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
যুক্তরাষ্ট্র, লাওস, কম্বােডিয়া ও ইন্দোনেশিয়া। প্রভৃতি দেশের হরেক কিসিমের মানুষের সাথে মিথস্ক্রিয়ার বয়ানে ভরপুর এ বই। স্বল্প পরিসরের এপিসােডগুলােতে পর্যবেক্ষকের প্রিজমের ভেতর দিয়ে দেখা হয়েছে একজন ভিনদেশি মানুষ কীভাবে তার বােলচালের হিল্লাধরে অন্য মানুষের সাথে তৈরি করে। যােগাযােগের সেতু। ক্ষণিকের পরিচয়ে যারা টা করে যায় তীব্রভাবে—তাদের নমুনা হিসাবে বর্ণিত হয়েছে অন্ধ শৌখিন রেডিও অপারেটরের কথা, বাংলাদেশে এক সময়ে কাজ করেছেন এ রকমের এক বিদেশি দম্পতি বা বােবা এক আমেরিকান যিনি যােগাযােগ করেন সাইন। ল্যাংগুয়েজের মাধ্যমে। ফটোগ্রাফিক ভঙ্গিতে আঁকা হয়েছে ভিয়েনচানের ফুলওয়ালি নারী, নমপেনের গণিকা এবং গােল্ডেন ডেইলের মরণাপন্ন এক স্কেচ আর্টিস্টের চরিত্র। কিছু কিছু মানুষ যেমন—নিউইয়র্কের দিকে চলন্ত। রেলগাড়িতে চড়া এক সাহেব বাউল, লাতিন আমেরিকার মুখােশ পরা আদিবাসি বা ভিয়েতনামে যুদ্ধ করা মার্কিন সৈনিক—যিনি। পােষেণ অজগর; তাদের সংবেদনশীল। অভিব্যক্তিতে হয়ে উঠেন ভিন্ন কোনাে বিষয় বা ইস্যুর অপ্রত্যক্ষ প্রতীক।