Description
শিশু-কিশোরদের কোমল মন পরিবেশের আলো দ্বারা উদ্ভাসিত হোক। সবুজের সজীবতা নিয়ে তারা বেড়ে উঠুক। নিষ্পাপ প্রকৃতির ভালোবাসায় তারা ধন্য হোক। স্রষ্টার সৃষ্টির প্রেম করে যে জন সেই মহামানব। সৃজনশীল পরিবেশ অনিয়মের বেড়াজালে আটকে গেলে পৃথিবী নামক গ্রহটি এক সময়ে বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই কোমলমতি শিশু-কিশোরদের জীবনযাপনের জ্ঞান-বিজ্ঞান দ্বারা মনোজগৎকে আলোকিত করতে হবে। জীবনের তরে বাঁচাই পরিবেশ-রক্ষা করি প্রকৃতি ও দেশ। শিশু বয়স থেকেই পরিবেশগত শিক্ষা ও প্রচারে সচেতনতা সৃষ্টি গ্রন্থের উপজীব্য বিষয়। এ গ্রন্থ শিশু-কিশোর পাঠক মন আলোকিত হবে বলে আমাদের বিশ্বাস।