“আঙরা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নিরঞ্জনের ঐ পাগড়িটার অত প্রয়ােজন কেন? একটা সাজানাে সংসার যে অত সহজে তছনছ করে দিচ্ছিল, কে সেই সজনী? রতন হাজরা কি সংসারে একজনই? নাকি আপনিও একজন রতন হাজরাকে চেনেন? একটা শাড়ি দিয়ে মােড়ানাে পিতামহের ভালবাসা কি শেষ পর্যন্ত যথাস্থানে গিয়ে পৌঁছুল? মীর মকদুমের রহস্যটা কী? আদৌ কোন রহস্য আছে কি, না মিছেই সন্দেহ? আমরা আজ কত শ্যামলীকে শ্যাম-হারা করে দিচ্ছি! শ্যাম কি সেখানে আর কোনদিন ঠাঁই পাবে? গ্রেট্রল কি একদিন তার কাগজের কারাগার থেকে মুক্তি পাবে? এরকম আরও অনেক প্রশ্ন, অনেক ভাবনা এ বইয়ের গল্পগুলােকে প্রায়শ একেবারে শেষ হয়ে যেতে দেয় না।