‘ফেলে আসা পথ’ আমার চৌদ্দতম কাব্যগ্রন্থ। ভালোলাগা আর কবিতার প্রতি তীব্র ভালোবাসা থেকেই লিখতে পছন্দ করি। খুব ছোটবেলা থেকেই কবিতা পড়তাম, পাশাপাশি লেখার চেষ্টা করতাম।
বাল্যবিবাহ, সংসার, সন্তান উপেক্ষা করে লিখে চলেছি। নিজেকে তুলনা করি ‘কবি কুসুম কুমারী দাস’ এর সাথে। শ্রদ্ধা রেখে বলছি তার কবি জীবনের সাথে, আমার জীবনী মিলেমিশে একাকার হয়।
কবিতার রাজ্যে নিজের উপস্থিতিকে খুব বেশি লোক সম্মুখে উপস্থাপন না করে কবিতার সাধনায় নিজেকে ব্রত রেখেছি। কোন ধরনের দুর্বোধ্যতা নেই আমার কবিতায়। অতন্ত সহজ সরল ভাষা, সহজ চিন্তা, সহজ স্বপ্নে সাজানো আমার কবিতা।
পাঠক যেন কখনওই না বলেন, ‘কবিতা বুঝি না’। ‘ফেলে আসা পথ’ বইটিতে ৭২ টি কবিতা আছে। এর বেশির ভাগ কবিতায় জীবনের ভাঙা-গড়া, প্রেম-বিরহ, দেশপ্রেম, বিচ্ছেদ-বিরহ নিয়ে সাজানো।
যারা কবিতা পড়েন ও কবিতা ভালোবাসেন- তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই কাব্যগ্রন্থ -এর কবিতাগুলো সুখপাঠ্য হবে এই আশা রাখি।