“মহাসড়কের গান” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখাঃ
“যদি তুমি বর্তমান, অথবা স্বদেশ-ধর্ম-জাতি; কর্মস্রোতে কোলাহলে তবুও শব্দহীন স্বপ্নবসতি দিনে দিনে একা হাতে ফিরিয়ে দিয়েছে মৃত্যুভয়। সেই তুমি-সেই জীর্ণ তুমি-বিদীর্ণ তুমি ঘর ছেড়ে একদিন চলে গেলে চুরি হওয়া সম্পদের মতাে। আধমরা শহরের উপকণ্ঠে কী দেখেছাে? কী পেয়েছাে পুরনাে সন্ধ্যায়, বাকি সব পুরনাে দিনের মতাে আলাে ঘেঁটে, অন্ধকার ঘেঁটে, পুরনাে রাতের পাখি তােমার সামনে এসে দাঁড়িয়েছে অচেনা রাস্তায়।”