আইনস্টাইন ল্যাবরেটরি থেকে বার বার সংকেত পাঠিয়ে ওমেগাড্রনের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে বিজ্ঞানী রুহি ও রনি। কিন্তু সুপারগার্ল রুবি ওরফে জুই কিংবা গােলাকার বস্তুটা কোনটার সাথেই ট্রান্সফরমার সংযােগ পাচ্ছে না ওরা। ট্রান্সমিশন টাওয়ারের কাজ না করার কারণটা বুঝে গেছে রুহি। মহাশূন্য থেকে এই গ্রহে কাজ করার বাধা হয়ে দাঁড়াল ব্ল্যাক কার্বন প্রলেপ। এই প্রলেপে কপারের মাত্রা বেশী। কিন্তু এই বাধা পেরােনাের উপায় কি? উপায় অবশ্যই আছে, হয় তাদেরকে পৃথিবী গ্রহের ভেতর ট্রান্সমিশন টাওয়ার বসাতে হবে, নয়তাে সুপারগার্লকেই তার নিজস্ব শক্তি ও বুদ্ধি দ্বারা কাজ করতে হবে। আইনস্টাইন ল্যাবরেটরিতে বসে মজা দেখার সময় নেই। কম্পুটার স্ক্রিনে 02 কোড প্রেস করে রােবটের মেমােরি ওপেন করল বিজ্ঞানী রুহি। রনিকে বলল ট্রান্সমিশন টাওয়ারের সাথে যােগাযােগ স্থাপন করতে। রােবটটি স্বয়ংক্রিয় ব্যবস্থায় ওমেগাড্রনের নিয়ন্ত্রণ নেয়ার জন্য কম্পুটার স্ক্রিনে নির্দেশ পাঠিয়ে দিল। রুহি ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে আলােক রশ্মিকে ভেলসিটির জিরাে পয়েন্টে প্রক্ষেপণের কাজে ব্যস্ত। কিন্তু এই সিটি ল্যাবরেটরির পাওয়ার নেটওয়ার্কের বাইরে থাকায় কোন কাজ করতে পারছে না তারা। নতুন কিছু উদ্ভাবনের কাজে গবেষণায় মন দিল রুহি ও রনি।