এ জীবনে পৃথিবীর অনেক দেশ বেড়িয়েছি।কিন্তু একসাথে বেড়াতে গেলাম পৃথিবীর এমন তিনটি দেশে যে সব দেশে আগেই বেড়িয়ছেন আমার প্রিয় তিন লেখক,সৈয়দ মুজতবা আলী,মুনতানির মামুন ও হুমায়ূন আহমেদ্ ভ্রমণকাহিনী লেখার উদ্দেশ্যে এই লেখা নয়,কারণ এ যুগে গুগল খুললেই অজানা দেশের সকল খবর হাতের মুঠোয়। আমার এই লেখা তিন লেখকের দেখার সাথে আমার দেখাকে মিলিয়ে নেয়া।তাঁদের চোখে আমার দেখা।