“অদৃশ্য অসুখ” ফ্ল্যাপের লেখা:
বাংলা কবিতায় নারীদের দিপ্তিময় উপস্থিতি অনেকাংশেই কম। মারিয়া তুষারের কবিতায় সেই দিপ্তির বিচ্ছুরণ তাঁর কাব্য প্রতিভার সদম্ভ ঘােষণাই শুধু দেয় না, একই সাথে মনে করিয়ে দেয় শিল্পের কুট-কৌশল সংরক্ষণ কবির দায়দায়িত্বও বটে। তাঁর কবিতায় ব্যক্তিগত আবেগ-অনুভূতির চালচিত্র সহজিয়া ঢঙে উপস্থাপিত হলেও ব্যক্তির পরিসীমা অতিক্রম করে সমষ্টির জীবনবােধকে স্পর্শ করার উচ্চকিত প্রত্যয় বর্তমান। জীবনের আশা-আকাঙ্ক্ষা, প্রেম-বিরহ, প্রাপ্তি-অপ্রাপ্তি আর সুখ-দুঃখের বিচিত্র ভূবন পর্যটকের মতাে পরিভ্রমণ করে মারিয়া তুষার ‘অদৃশ্য অসুখ’ কাব্যের কবিতাগুলাে মেদহীন অবয়ব নির্মাণ করেছেন। শব্দ আর শিল্পের অপরাপর অনুষঙ্গ এই কবি কবিতায় এমনভাবে স্থিতাবদ্ধ করেছেন, যা তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা মনে করিয়ে দেয়। শান্ত সরােবরের স্নিগ্ধ জলের মতাে পেলবতামাখা ‘অদৃশ্য অসুখ’ কাব্যগ্রন্থের কবিতাগুলাে পাঠকের হৃদয়ের অস্থিরতা সরিয়ে নিয়ে আসবে এক অনির্বচনীয় মায়াময় প্রশান্তির আবাহন-এমনটিই আমাদের বিশ্বাস।
-প্রকাশক