বিজ্ঞান আমাদের দিয়েছে গেজেটেড জীবন। প্রতিটি মানুষ হাতে গেজেট নিয়ে বসে। গেজেটের ভিতরই নিজের আলাদা ভুবন গড়ে নিয়েছে। সেখানেই পুষছে পােষা প্রাণী; সেখানেই করছে চাষবাস। সেখানেই করছে যুদ্ধ। সেখানে আন্দোলন। সেখানেই খুলেছে হাসি কান্নার দোকান। মানুষ ভুলে গেছে, সে মানুষ কোন গেজেট না । তার মানুষের প্রতি অনেক দায়িত্ব কর্তব্য আছে। আছে অন্নহীনের মুখে অন্য তুলে দেয়ার দায়িত্ব আছে ভালােবেসে কারাে চোখের জল মুছে দেয়ার দায়িত্ব। আছে পরিবারের মুখে হাসি ফোটানাের দায়িত্ব। মানুষ ফিরে আসবে আবার মানুষের তরে। ভালােবাসবে মানুষকে ভালােবাসার আলিজ্ঞনে জড়িয়ে ধরবে মানুষকে এই প্রত্যাশায়ই সাইঞ্চ ফিকশনের মােড়কে লাভ ফিকশন লেখার প্রয়াস।