“গোয়েন্দা উপন্যাস সাধারণত একমুখীন হয়, সেখানে গোয়েন্দার চোখ দিয়েই দেখানো হয় কাহিনির ওঠা-পড়া, ধারাবাহিক তদন্ত ও রহস্যের উন্মোচন। ‘ধূসর মৃত্যুর মুখ’ এমন একটি গোয়েন্দা উপন্যাস যেখানে একটি রুদ্ধশ্বাস কাহিনির মধ্যেও আছে অন্য একটি রোমাঞ্চকর কাহিনি, ইংরেজিতে যাকে বলা হয়ে থাকে ‘স্টোরি উইদিন স্টোরি’। টিভির সিরিয়ালের জন্য লখনউতে ছবি তুলতে যাচ্ছিল একটি টিম, সেখানে ট্রেনে যাওয়ার সময় থেকেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা যার পরিণতি ঘটে লখনউতে একটি নৃশংস খুনের মাধ্যমে। ঘটনাচক্রে গার্গীও ট্রেনে লখনউ যাচ্ছিল, ঘটনার সঙ্গে তার জড়িয়ে পড়া ও সবার চোখের আড়ালে তার তদন্ত একসময় ফাঁস করে দিল খুনির মুখোশ । ‘ঈর্ষার সবুজ চোখ এর ঠিক পরেই রবিবাসরীয়তে ধারাবাহিকভাবে প্রকাশিত ‘ধূসর মৃত্যুর মুখ’ সাড়া ফেলে দিয়েছিল একসময়। সেই সঙ্গে আরও দুটি রহস্য উপন্যাস নিয়ে এই দ্বিতীয় খণ্ডটিও গোয়েন্দা কাহিনির পাঠককে নতুনভাবে চিনিয়ে দেবে গোয়েন্দা গার্গীর এক্স-রে চোখ, বুদ্ধিমত্তা ও শাণিত বিশ্লেষণ ।”