মানুষ স্বপ্নে দেখে। স্বপ্ন নবুয়তের ছিচল্লিশ ভাগের এক ভাগ। তাই স্বপ্ন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই। যে বান্দা যত পবিত্র আল্লাহ তায়ালা তাকে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যত অবহিত করেন। যাতে বান্দা সতর্ক থেকে কাজ করে। স্বপ্ন তিন প্রকার। (১)আল্লাহ তায়ালার পক্ষ থেকে (২) শয়তানের পক্ষ থেকে ও (৩) কল্পনার থেকেও স্বপ্ন হয়। মোট কথা যে বান্দা আল্লাহ তায়ালার যত প্রিয় সে বান্দার স্বপ্ন তত মজবুত।