শিশুদের অধিকার বিষয়ক দশটি গল্পের সমন্বয়ে তৈরি করা হয়েছে গল্পে গল্পে শিশু অধিকার’ গল্প সিরিজ। এই সিরিজে শিশু অধিকারের ওপর গুরুত্ব না দিয়ে শিশুর আচরণগত বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সিরিজের প্রত্যেক গল্পের দুটি প্রধান চরিত্র শান্তা ও সবুজ। তাদের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যা উপভােগ্য এবং অন্যান্য সবার থেকে তাদেরকে স্বাতন্ত্র রেখেছে। বৈশিষ্ট্যগুলাে হল ওদের কোন পরিবার নেই। ওরা বিশেষ কোন সামাজিক বা অর্থনৈতিক শ্রেণীর প্রতিনিধি নয়।
ওরা সময় ভ্রমণ (Time Travel) করতে পছন্দ করে। ওরা নিজেদের অদৃশ্য করতে পারে আবার চাইলে দৃশ্যমানও হতে পারে। শান্তা ও সবুজের চোখ কেবল ভাল কিছু খুঁজে বেড়ায়। যেখানেই শিশুদের জন্য ভাল কিছু করা হয় ওরা কিভাবে যেন তার খোঁজ পেয়ে যায়। ওরা দুজন ঘটনার প্রতি বেশি আগ্রহী নয় বরং মানুষের আচরণের দিকে বেশি মনােযােগী। আমার সহকর্মীরা বিশেষ করে উঁই, রকিব আর এঞ্জেলা সিরিজটি লিখতে আমাকে নানাভাবে সহযােগিতা করেছেন। আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। যাদের কথা ভেবে সিরিজটি লেখা হয়েছে তারা হলেন একদিকে শিশু ও কিশাের-কিশােরীরা এবং অন্য দিকে মা-বাবা ও অন্যান্য অভিভাবকরা। গল্পগুলাে শিশুদের তাদের অধিকার এবং তাদের করণীয় বিষয়ে সচেতন করতে এবং শিশুদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বড়দের সাহায্য করবে। লেখক হিসেবে তৃপ্তি পাব যদি বইগুলাে পাঠকদের কাছে সমাদৃত হয় ।