“থিংস ফল অ্যাপার্ট” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
নাইজেরিয়ার কথা-সাহিত্যিক চিনুয়া আচেবে আধুনিক আফ্রিকান সাহিত্যের অনন্য কণ্ঠস্বর হিসেবে পেয়েছেন বিশ্বজনীন খ্যাতি। নিজ দেশ ও সমাজের কথকতা তিনি শুনিয়েছেন তাঁর উপন্যাস ও ছােটগল্পে এবং হয়েছেন কৃষ্ণ মহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নিরিখে সমাজ ও মানুষের আনন্দ-বেদনার রূপকার। পঞ্চাশের দশকে প্রকাশিত উপন্যাস ‘থিংস ফল অ্যাপার্ট’ তাকে এনে দেয় আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি। ব্রিটিশ উপনিবেশিকতার অবসানের কালে জাগরণের স্বপ্ন বুকে ইগবাে সংস্কৃতির নারী-পুরুষের যৌথ ও ব্যক্তিগত সুখ-দুঃখের এই বয়ানে ঝংকৃত হয় বিশাল এক জনগােষ্ঠীর জীবনধারা ও জীবনসংগ্রাম। বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত এই উপন্যাস বাংলায় রূপান্তর করেছেন নিষ্ঠাবান অনুবাদক মােহাম্মদ শাহজাহান, ইতিপূর্বে প্রকাশিত হয়েছে তাঁর। অনূদিত জেমস ফেনিমুর কুপারের ওয়েস্টার্ন কাহিনি এবং হেলেন কেলারের জীবনকথা। চিরায়ত সাহিত্যের মর্যাদাপ্রাপ্ত চিনুয়া আচেবের উপন্যাস সাম্প্রতিক বিশ্ব-সাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকের পরিচয় ঘটাতে সহায়ক হবে বলে আমরা আস্থাবান।