‘গণেশ পাইন : ছবিতে কথায়’ বইয়ের ফ্ল্যাপের লেখা:
ভারতবর্ষের অগ্রগণ্য চিত্রকর গণেশ পাইন কথা বলছেন অনুজ কবি ও প্রাবন্ধিক অঞ্জন সেন-এর সঙ্গে। কখনাে টেম্পেরার নতুন রীতির (পাইন টেম্পেরা) প্রবর্তক এই শিল্পীর আপন মনে ডায়ারিতে দাগ কাটা কিছু পাতাও উড়ে এসেছে এই বইটিতে। কলেজ স্ট্রিটের বসন্ত কেবিনে প্রধান আচ্ছাধারীদের অন্যতম অঞ্জন গণেশ পাইন এবং তাঁর ছবির জগতে প্রবেশের দীর্ঘ সুযােগ পেয়েছেন এবং তিনি তা সযত্নে কাজে লাগিয়েছেন। চিত্রকর গণেশ পাইন ভারতীয় স্থাপত্য – অজন্তা, মােঘল-রাজপুত অণুচিত্র, অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের শৈল্পিক বিভিন্ন উপাদানের সঙ্গে পশ্চিমের রেমব্রান্ট পাউল ক্লে প্রমুখ চিত্রকরের শৈলীর সংশ্লেষণ ঘটিয়েছেন। লেখক গণেশ পাইনের ছবির সঙ্গে যে নিবিড় ও ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন, সেই সূত্রে চিত্রকরের সৃষ্টির অনেক রহস্য তার কাছে উন্মােচিত হয়েছে। বর্তমান বইটি এক অর্থে সেই সম্পর্কের শৈল্পিক প্রতিবেদনও বটে। গণেশ পাইনের শিল্পচিন্তার মহার্ঘ এই নিদর্শনটি পূর্বে প্রকাশিত হলেও বর্তমান সংস্করণটি প্রভূত মার্জনার ফসল। শিল্পের বহু মাধ্যমকে ছুঁয়ে আলােচনা এগিয়েছে।