“বিস্মৃতি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
অনিকেত আর লােপামুদ্রার দাম্পত্যজীবনে ঘুণ ধরাচ্ছে নিস্তরঙ্গ সম্পর্কের শৈত্য। সেটাকেই উপড়ে ফেলতে সতেরােতম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে অনিকেত রওনা দেয় কালিম্পংয়ের উদ্দেশে। দমদম এয়ারপাের্টে হঠাৎই সে মুখােমুখি হয় প্রাক্তন পুলিশ কমিশনার চিন্ময় মিত্রের। তাকে দেখেই জনপ্রিয় টিভি চ্যানেলের নামী হােস্ট অনিকেতের মাথায় ঘুরতে থাকে প্রশ্ন, কেন সময়ের আগেই পদ থেকে সরে গিয়েছিলেন চিন্ময় মিত্র ? আসল ঘটনাটা কী? এদিকে লােপার সঙ্গে আলাপ জমে ওঠে এই পুলিশ কমিশনারের। শেষ পর্যন্ত কোন সত্য আবিষ্কার করে অনিকেত? আর লােপার সঙ্গে সম্পর্ক, তাতে কি আদৌ উষ্ণতা ফিরে আসে ?