অনেক পরিচিত নামের মধ্যে অন্যতম হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অতি পরিচয়ের স্বাভাবিক উপেক্ষায় বাদ পড়ে যাওয়া। বিষয়গুলি উঠে এসেছে তথ্যসমৃদ্ধ এই গবেষণামূলক গ্রন্থে। তার ছােটোগল্প শিল্পীর অনির্বচনীয় কারুকার্যে খচিত। রচনার কাল-নির্ণয়ে যে দ্বিধা-দ্বন্দ্ব জড়িয়ে রয়েছে তার অবসান ঘটানাে হয়েছে তথ্য ও মুক্তির পারম্পর্য বিশ্লেষণে। শিল্পীর শিল্প-প্রতিভাকে অন্বেষণ করতে গিয়ে সমকালীন দেশকালের বিস্তীর্ণ পটভূমি হয়েছে তার মূল ভিত্তি। বিষয়বৈচিত্র্য ও তার অভিনবত্বে সেকাল ও একাল এসেছে। চিরকালের সম্পদ হয়ে। ছােটগল্পের গঠনগত ও পরিবেশগত নৈপুণ্যে তারাশঙ্কর তুলনারহিত।তার বিশ্লেষণে ফুটে উঠেছে মানুষের অস্তিত্বও মনস্তত্ত্ব। ছােটগল্পের প্রচলিতছক ভেঙে জীবনকে সাজিয়েছেন শিল্পের আঙ্গিকে। সেজন্য গল্পগুলি চওড়া ক্যানভাসে উদ্ভাসিত। ছােটগল্পের বাহ্যিক বিধি-নিষেধের আড়ম্বরের চেয়ে শিল্পী-ব্যক্তিত্বের রমণীয় স্পর্শ যে কীভাবে তারাশঙ্করের ছােটগল্পের স্বাতন্ত্র্য ও গুরুত্বকে বাড়িয়ে দিয়েছে সে আলােচনা যথেষ্ট কৌতুহলােদ্দীপক।