রকমারি বেস্টসেলার শিক্ষক নিয়োগ গাইড!
বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে জীবনের অনেক কিছু। যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন, তারা কীভাবে প্রস্তুতি নিবেন? দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল, স্কুল-২ পর্যায়ে শিক্ষক হতে হলে ‘শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হয়। স্নাতক শেষ হবার পর শিক্ষক হবার স্বপ্ন নিয়ে অনেকেই এই পরীক্ষায় অংশ নিয়ে থাকেন। অনেকটা বিসিএস পরীক্ষার আদলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মূলত বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন থাকে। তাই এই পরীক্ষার জন্য সেভাবেই প্রস্তুতি নিতে হয়। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবে না। কারন আপনাকে কয়েক লাখ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত। সেক্ষেত্রে সাইফুর রহমান খান স্যারের রকমারি বেস্টসেলার শিক্ষক নিয়োগ গাইড “বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ডাইজেস্ট (স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২)” নিবন্ধন পরীক্ষায় প্রস্তুতি নিতে দিবে সর্বোচ্চ সাপোর্ট। সর্বজন স্বীকৃত এই বইটি চর্চা করুন, শিক্ষক হবার স্বপ্ন পূরণ করুন।