“লেনিন মানুষটি এবং তাঁর কর্মযজ্ঞ” বইটি সম্পর্কে কিছু কথা:
বিপ্লবের উদ্ভব, বিপ্লবের বিভিন্ন পার্টি, বিপ্লবের কর্মসূচি, বিপ্লবের অর্থনীতি, বিপ্লবের নেতৃবৃন্দ ইত্যাদি সম্বন্ধে দীর্ঘ আর পাণ্ডিত্যপূর্ণ বিভিন্ন ব্যাখ্যা পাবেন এসব বইয়ে। তবে, একটা দিক। থেকে এসব বইয়ের প্রায় সবগুলােতেই বিপ্লবের প্রধান উপাদানটির অভাব রয়েছে। ঐসব বইয়ে পাবেন অক্টোবর বিপ্লব সম্বন্ধে বহু বহু জিনিস—প্রায় সবই, খাস বিপ্লব ছাড়া। তার কারণ, এসব জনগণ সম্বন্ধে আছে সামান্যই কিংবা কিছুই না। অথচ, জনগণই—শ্রমিক আর কৃষক–তারাই তাে বিপ্লব।