এক মহান শিল্পীর স্মৃতি এক মস্ত মাপের মানুষের স্মৃতি রবিশঙ্করএর স্মৃতি তার কাশীর স্মৃতি, প্যারিসের স্মৃতি, মা ও বাবা ও উস্তাদের স্মৃতি ছেলেবেলার স্মৃতি, বড়াে হয়ে ওঠার স্মৃতি, গানের স্মৃতি ছবির স্মৃতি, মােজার্টের সুরের স্মৃতি সত্যজিতের ছবির স্মৃতি সুখ-দুঃখ আনন্দ-বিরহের স্মৃতি বাংলা ভাষার এক শ্রেষ্ঠ স্মৃতিকথা প্রায় গানের মতাে করে বলা যা শুনে শুনে লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য।