দুর্গাপুজোর রাত গভীর হয়েছে। দেবীমণ্ডপ ফাঁকা। বছর সতেরােয় এক যুবকের চোখে ঘুম নেই। মূর্তির মধ্যে সত্যিই কি দেবী অধিষ্ঠিত? অস্ত্র হাতে ধেয়ে গেলেন। মূর্তিকে ভেঙে ফেলবেন তিনি। সত্যিই কি দেবী আত্মপ্রকাশ করবেন না তখনও? দেবীমূর্তির সামনে গিয়ে ধ্যানমগ্ন হলেন তিনি। এক তাল জ্যোতি মূর্তি থেকে বেড়িয়ে এসে তাকে ভেদ করে চলে গেল। উপলব্ধি হল মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপ।