“আলতাফ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কোনাে মহান চরিত্র নিয়ে উপন্যাস লেখা খুবই কঠিন। কারণ ঔপন্যাসিক স্বাধীনতা থাকে না। কাহিনিকে মুচমুচে করতে কল্পনার আশ্রয় খুব কম জায়গায় নেওয়া যায়। শুধু সত্যি ঘটনার বিবরণ দিতে হয়। সেখানে ভুলভ্রান্তি থাকলে সেটার জন্য তীব্রভাবে সমালােচিত হতে হয়। লেখকের ভাষায়-তাই বাংলাদেশে অন্যতম শ্রেষ্ঠ সন্তান আলতাফ মাহমুদের জীবন অবলম্বনে এই উপন্যাস লিখতে গিয়ে বিস্তর সমস্যায় পড়তে হয়েছে। সবার সাহায্য নিয়ে চেষ্টা করেছি এই উপন্যাসকে একটি অবয়ব দেওয়ার কিছু জায়গায় তথ্য নিশ্চিত নয়। কিছুটা অস্পষ্ট। সেখানে অবশ্যই শােনা কথা ও কল্পনার আশ্রয় নিতে হয়েছে। কারণ আমি ইতিহাসবিদ নই। জীবনী লিখিনি। উপন্যাস লিখেছি। ঔপন্যাসিক কিছু স্বাধীনতা নেবেই।
এই ধরনের কাহিনিতে চিত্রকল্প সৃষ্টির সুযােগ খুব কম। কাহিনির পরম্পরা বিবৃত করা ছাড়া অন্যকিছু করার নেই। আমি শুধু সেটাই করতে চেয়েছেন। করেছেনও নিখুঁতভাবে। সাহিত্য মুন্সিয়ানা দেখানাের মৌলিক রচনায় থাকবেই।