একটা সমাজের পারিপার্শ্বিক ও পারস্পরিক সমস্যা মোকাবেলার জন্য মানুষ যা সৃষ্টি করে তা হলো সংস্কৃতি আর সংস্কৃতি যখন উন্নতির শিখড়ে পৌছে তখন তা হয় ঔ সমাজের সভ্যতা। এই বইয়ে সভ্যতা কেন? আর কিভাবে গড়ে উঠেছে, কেনই বা গড়ে উঠেছে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে। পৃথিবীর সব অঞ্চলের সভ্যতা একই সাথে এবং একই সময়ে গড়ে ওঠে নি। এর কারণ অবশ্য ভৌগলিক প্রাকৃতিক পরিবেশ এবং অবস্থান। এ বইয়ে যেসব সভ্যতা আলোচিত হয়েছে তাহলো প্রাচীন মিসরীয় সভ্যতা, পিরামিড কেন আর কিভাবে তৈরী করা হয়েছে। ব্যবিলনীয় সভ্যতা, প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা, প্রাচীন পারস্য সভ্যতা, প্রাচীন ভারতীয় সভ্যতা, প্রাচীন চীন সভ্যতা, পশ্চিম এশিয়ার অন্যান্য সভ্যতা, প্রাচীন গ্রিক সভ্যতা, প্রাচীন রোমান সভ্যতা প্রভৃতি। এ ছাড়া অন্যান্য আরো কিছু সভ্যতা সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মোটকথা এই বই থেকে আমরা সভ্যতা সম্পর্কে জানা-অজানা অনেক তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবো।