“দর্শনের সহজ পাঠ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
দর্শন একটি কঠিন এবং দুর্বোধ্য বিষয়। দুর্বোধ্য বলতে যে বিষয়গুলােকে সহজে বােঝা যায় না। কারণ এটা দেখা যায় না, ছোয়া যায় না। এগুলােকে বলা হয় ভাবের ব্যাপার। দর্শন এবং দার্শনিক বললেই অনেকেই বুঝতে পারে না। কিন্তু বিজ্ঞানের কথা বললে, প্রাইমারি স্কুলের ছাত্ররাও বুঝতে পারে। কারণ স্কুল থেকেই বিজ্ঞান নিয়ে পড়াশােনা শুরু হয়ে থাকে। কিন্তু দর্শনের পড়াশােনা হয় বিশ্ববিদ্যালয় থেকে। এজন্য দর্শন শব্দটির সঙ্গে অনেকেই পরিচিত নয়। এ বিষয়গুলাে সম্পর্কে খুব সহজভাবে যেমন বলা যায় না, তেমনি সহজভাবে লেখাও যায় না। এ কারণে কোনাে দার্শনিকের কোনাে মতবাদ তাৎক্ষণিকভাবে গ্রহণ করা হয়নি। এ বিষয়গুলাে নিয়ে লেখার আগে বিষয়গুলােকে সহজবােধ্য করার জন্য অর্থাৎ সবাই যাতে সহজে বুঝতে পারে এদিকটি বিবেচনায় রাখা হয়েছে। এবং সেভাবেই লেখার। চেষ্টা করেছি, যাতে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের কাছে বিষয়গুলাে সহজবােধ্য হয় অর্থাৎ সহজে বুঝতে পারে ।