“অঙ্গারের মতোন বিরহ” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: প্রেম দিগন্তহীন। এর অনুভূতিগুলােও অনির্বচনীয়। তাই এর প্রকাশের আকুতি কখনাে ফুরায় না। বিশেষ মুহূর্তে অনন্তে একাত্ম কোনাে কবির শব্দজালে প্রেমের এই অনির্বচনীয় দ্যুতির কিছুটা ধরা দেয়। তখন মনে হয় এ তাে আমাদের সংরক্ত হৃদয়েরই কথা। ভূইয়া সফিকুল ইসলাম তার পরিণত কলমে প্রেমের এক অনবদ্য চিতসত্তা আবিষ্কার করেছেন—যা একান্তভাবে আমাদের মনেরই কথা। তার প্রেম কখনাে রক্তমাংসে বাঙ্ময়, কখনাে দূর সিন্ধুপারের হাওয়া। এর চিত্রকল্পগুলােও তাই কখনাে লােকজ, কখনাে দূর সিন্ধুপারের। কবির হৃদয়াবেগ যেন বেগবান স্রোতােস্বিনীর মতাে স্বচ্ছ ঢেউ তুলে তর তর করে বয়ে চলেছে কবিতার শরীরে।
এ কাব্য হৃদয় ও মেধার এক আশ্চর্য সমন্বয়। বাস্তব ও পরাবাস্তবের এক নিখুঁত যুগলবন্দি। ভাষা ও চিত্রকল্পের অভিনব মেলবন্ধনে ‘অঙ্গারের মতােন বিরহ’ বাংলা প্রেমের কবিতায় এক অপূর্ব সংযােজন হিসেবে বিবেচিত হবে।’