“নতুন করে পাব বলে” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: আমাদের জীবনে এমন কোনাে অনুভূতি আছে কি যার অভিব্যক্তি অনুপস্থিত রবীন্দ্রসংগীতে? অনুভবের কোন বাঁকে কবির মনে বেজে ওঠে রবীন্দ্রনাথের কোন গান তারই কাব্য-বয়ান নতুন করে পাব বলে।
এর আগে মারুফুল ইসলাম সাঁইজি কাব্যগ্রন্থে উন্মােচন করেছেন বাংলা কবিতার এক আশ্চর্য অভিনব দিগন্ত। এবার নতুন করে পাব বলে কাব্যগ্রন্থে রচনা করলেন সম্পূর্ণ পৃথক আরেক জগৎ, যেখানে পূর্বসূরি কবির গীতিকাব্যিক দ্যোতনা উত্তরসূরির কবিতায় এনে দেয় অভিনতুন অভিব্যঞ্জনা। বাংলা কবিতার অভিযাত্রায় এ এক অজানা অভিঘাত, নয়া অভিজ্ঞতা।
কবিতার সংজ্ঞার্থের পরিসীমা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এই কবির হাত ধরে। জীবনের সকল ভাষ্য ক্রমাগত নন্দিত শিল্প হয়ে উঠছে তার স্পন্দিত শব্দবন্ধে। নতুন করে পাব বলে-র অভিনিবিষ্ট পাঠ আমাদের মনে ও মননে জাগিয়ে তােলে নতুনতর। কাব্যজিজ্ঞাসা, আমাদের অভিধানে যােগ করে নতুনতম অভিজ্ঞান।