“তুমি জোছনাময়ী” বইয়ের ফ্ল্যাপের লেখা কথা:
তুমি জোছনাময়ী— জ্যোৎস্নার গল্প, ভালােবাসার গল্প । তিথি স্বপ্ন দেখে ভালােবাসার মানুষ তাকে স্বীকৃতি দেবে, তার একটি ঘর হবে। রুনা স্বপ্ন দেখে তার সংসারে অভাব থাকবে না। তার একজন ভালােবাসার মানুষ থাকবে। সেই মানুষটি আদর করে ডাকবে, এসাে জোছনাময়ী । বকুল স্বপ্ন দেখে তাকে আর পয়সার অভাবে হেঁটে হেঁটে বাসায় ফিরতে হবে না। রিভা স্বপ্ন দেখে একদিন আমেরিকার ব্যস্ত রাস্তায় ভালােবাসার মানুষকে জড়িয়ে ধরে বলবে- ভালােবাসি! ভালােবাসি!! লাবণী স্বপ্ন দেখে একদিন ঢাকার মঞ্চে অভিনয় করবে সে। কিন্তু হঠাৎ করেই লাবণীর ক্যান্সার ধরা পড়ে। ভেঙে পড়ে লাবণী। শান্তা স্বপ্ন দেখে তার একটা ছােট্ট চাকরি হবে, সংসারের অভাব দূর হবে। নীরা স্বপ্ন দেখে কোনাে এক জোছনারাতে তার ফাসি হবে। তিথি স্বপ্ন দেখে বারবণিতার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে পা দেবে, তারও একদিন সংসার হবে, ভালােবাসার মানুষ হবে। তুমি জোছনাময়ী এরকম কিছু মানুষের স্বপ্নের উপন্যাস।