সাকিয়া সিরিজ হতে একটি কবিতা
নামাজে দাঁড়ালে নিজেকে শিশু মনে হয়। মনে হয়, একটি ঠান্ডা শৈশব সিজদার মতো করে এসে দাঁড়িয়েছে। আমার সমস্ত অভিমান ভেঙে যায়। আমি একটি নৌকা করে হেরা পর্যন্ত পৌঁছাই। আমার সাথে সাকিয়াকে রাখি। যেহেতু সাকিয়া প্রথম আমার বয়স আটকে দিয়েছিল, সেহেতু তার কাজলচোখে হেরা পর্যন্ত যাওয়া সহজ। আমাদের এতটুকু ভ্রমণে তিল পরিমাণ ক্লান্তি থাকে না। আমাদের মাঝে একটা হাওয়া বয়ে যায়। সাকিয়ার চুল আলগা হয় খোঁপা থেকে। বিষয়টা দেখার পর, মনে হতে থাকে পৃথিবীর প্রথম ওহী হয়ত ওভাবে আলগা হয়েছিল আরশেআজিম থেকে। ইথারে চুলের গন্ধ ভাসে, মুয়াজ্জিনের আজানের সাথে সাকিয়ার ঘ্রাণ মিশে যায়। তখন আমি একখণ্ড বরফ— গলতে গলতে জল হয়ে আঁকড়ে ধরছি সাকিয়ার দোআঁশ মাটি!