“ছোটদের গ্যালিলিও” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বর্তমান বিশ্বের জীবন্ত কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মতে—যে কোনাে একক ব্যক্তির চেয়ে বেশি কিছু ছিলেন গ্যালিলিও। আজকের আধুনিক বিজ্ঞানের জন্ম গ্যালিলিওর হাত ধরেই হয়েছে। গ্যালিলিও সেই প্রথম মনীষীদের একজন, যিনি যুক্তির মাধ্যমে বুঝিয়েছেন বিশ্বজগতের আচার-আচরণ বােঝার ক্ষমতা মানুষ রাখে। বইটি গ্যালিলিও ও তার কর্মময় জীবনের নানা দিক সম্পর্কে কিশােরদের সম্যক ধারণা দেবে।