“অন্তপুরীর বাসনা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
ছােটবেলা থেকেই কবিতার প্রতি একটু বেশিই অনুরাগী ছিলাম। কবিতা আবৃত্তি করতে ভীষণ পছন্দ করতাম। বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবত্তি করতাম। কবিতা আবৃত্তির প্রতিযােগিতায় অংশগ্রহণ করতাম। এভাবে কখন যে মন থেকে ভালােবেসে কবিতা লেখা শুরু করেছি তার সঠিক সময়কাল বলতে পারব না। মনের আনন্দে লেখার আনন্দে লিখি জানি না কবিতা হয় কি-না। তবে এটুকু বলতে পারি মনের গহিনে যে ভাবের আনাগােনা হয় তারই বহিঃপ্রকাশ ঘটেছে কবিতাগুলাের মধ্যে। আমরা সত্য প্রকাশে লজ্জা পাই আড়ষ্টতা বােধ করি। সত্যকে ঢাকা দিয়ে বাস্তবকে স্পষ্ট করে জানবার-মানবার উপায় নষ্ট করি। আমার সরল প্রাণে যে স্নিগ্ধ সুধা লুক্কায়িত ছিল তার প্রতিফলন ঘটেছে এই কবিতাগুলাের মধ্যে। জানি না পাঠক হৃদয়ের কতটা গভীরে ছুঁতে পারবে এই কবিতাগুলাের ছন্দ-রস-গন্ধ।