সিমরান দৌড়াচ্ছে। তার বুক হাপড়ের মত উঠানামা করছে। নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও দৌড়ায়ে যাচ্ছে। তার ডান হাতটা পেটের উপর। দেখলেই বােঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে। আকাশে নীল জোৎস্না। প্রকৃতিতে এক নির্মল সৌন্দর্য নেমে এসেছে। রাত নিঝুম। চারিদিকে অলসতা। যান্ত্রিক সভ্যতার যুগে মানুষও যান্ত্রিক হয়ে যাচ্ছে। কেউ কারো দিকে চেয়ে দেখছে না। সিমরান জোড়ে জোড়ে শাস নিয়ে বাড়ীর গেটের সামনে এসে দাড়ালাে। অনেক কষ্টে হাত দিয়ে দরজায় ধাক্কা দিল।