সময় এখন টেলিভিশন সাংবাদিকতার। সাহসীএই পেশায়। তুলে আনছেন তৃণমূল থেকে। আলােচিত নানা প্রতিবেদন। হাতে বুম, কাঁধে ব্যাকপ্যাক, ট্রাইপড, ক্যামেরা নিয়ে একেক জন থেকে বিপন্ন মানুষ। সন্ত্রাসের শিকার থেকে শিকারি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে বিশ্বমােড়ল। দেশ থেকে বিদেশ সবখানেই সরব উপস্থিতি টিভি সাংবাদিকদের। প্রকৃতপক্ষে সাংবাদিকতা তাত্ত্বিক নয়, ব্যবহারিক জ্ঞান। যারা শুরুতে টিভি সাংবাদিকতায় আসতে চান তাদের সহযােগিতার জন্য নিজের অভিজ্ঞতা। থেকে জানা-বােঝার জন্যই এই বই লিখেছেন। শান্তনু চৌধুরী। এতে চেষ্টা করা হয়েছে তাত্ত্বিক আলােচনা কম করে বাস্তবে যা হয় তা তুলে। ধরতে। প্রকাশক হিসেবে বলতে পারি, বইটি মনযােগের সঙ্গে পড়লে একজন তরুণ সত্যিকার অর্থেই নিজেকে প্রস্তুত করতে পারবেন আগামী দিনের সফল সাংবাদিক হতে।