“আনলাকি মোখলেস ভাই” বইয়ের সংক্ষিপ্ত কথা:
মোখলেস ভাই পরোপকারী। ব্যাচেলর। থাকেন মেসে। তাঁর সার্বক্ষণিক সঙ্গী খসরু-যে তার সহপাঠী নিতুকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। আর আছে ইমন-মোখলেস ভাইয়ের কাজে খুঁত ধরতে যার জুড়ি নেই। আবার মোখলেস ভাইয়ের ভালো কাজেও যার সমর্থন আছে।
মেসের অন্যান্য সদস্য সুদেব, কাওসার, রনি, জাকিরসহ অন্যরাও মোখলেস ভাইয়ের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাদের পরোপকারী ভূমিকা সত্যিই কি শেষপর্যন্ত কোনো কাজে আসে? জানতে হলে পড়ুন-মোখলেস ভাই উপাখ্যান সিরিজের সপ্তম গল্পগ্রন্থ : আনলাকি মোখলেস ভাই।