“প্রাচীন ভারতে বিবাহ ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ভারতীয় দার্শনিকদের কাছে বিবাহ দুটি নরনারী বা দুটি পরিবারের মধ্যে নিছক। একটি চুক্তি-মাত্র নয়। ভারতীয়দের কাছে। বিবাহ হল মানব জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ ও অতি প্রয়ােজনীয় ধাপ। বিবাহ হল একটি গুরুত্বপূর্ণ ‘সংস্কার’, যা মানুষকের পূর্ণতার দিকে নিয়ে যায় । ভারতীয়দের কাছে বিবাহ-বন্ধন অচ্ছেদ্য ও চিরন্তন। মানুষ তার ইচ্ছামত ভার্যা গ্রহণ। করতে পারে না-ভার্যা দৈব-নির্দিষ্ট। একেবারে আদিম যুগে বিবাহ প্রথা প্রবর্তিত হয়নি। সমাজে তখন অজাচার বা যথেচ্ছ যৌনাচার চলত। তারপর ধীরে ধীরে। পরিবার গঠিত হল-তারপর এল বিবাহ ব্যবস্থা। মানুষ স্থায়ী বসতি নির্মাণ করল। বিবাহেরও নানা রূপ। এগুলি সম্পর্কে। বিস্তৃত আলােচনা কর হয়েছে। আলােচিত হয়েছে প্রাচীন ভারতীয় দৃষ্টিতে বিবাহের গুরুত্ব, বিবাহের বয়স, পাত্র-পাত্রীর। যােগ্যতা বিচার, বিধবা বিবাহ, স্বংস্বর বিবাহ প্রভৃতি। নিয়ােগ, পণপ্রথা, বিবাহ। বিচ্ছেদ- এমনকি পুত্র সন্তানের গুরুত্ব-সবই এখানে আলােচিত হয়েছে।