“জসীমউদ্দীন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) জন্মগ্রহণ করেন ফরিদপুরের এক অতিদরিদ্র পরিবারে। কিন্তু তার রয়েছে এক চিত্তাকর্ষক শৈশব আর কৈশাের। বর্তমান কালের শিশু-কিশাের, এমনকি বয়স্কদের কাছেও যা কল্পলােকের কাহিনির মতাে মনে হবে। তার আত্মপ্রতিষ্ঠার সংগ্রামটিও কম কৌতুহলােদ্দীপক নয়। কবির ছাত্রাবস্থায়ই তার ‘কবর’ কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পর্যায়ে পাঠ্য হয়। তার রচিত কাহিনিকাব্য নকশী কাঁথার মাঠ এবং সােজন বাদিয়ার ঘাট অনূদিত হয়ে পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে। কাব্যরচনার পাশাপাশি তিনি প্রায় সমপরিমাণ গদ্যগ্রন্থ রচনা করেছেন, স্বাদে ও সৌন্দর্যে যা অতুলনীয়। তার রচিত শিশুসাহিত্য, নাটক, পল্লিগান, ভ্রমণসাহিত্য এবং উপন্যাসও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এই গ্রন্থে সংক্ষিপ্ত পরিসরে কিন্তু অন্তরঙ্গ ভাষায় জসীমউদ্দীনের চিত্তাকর্ষক জীবন আর সাহিত্যকর্মের পরিচয় তুলে ধরা হয়েছে।