“ডারউইন ডাইলেমা” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
ডারউইনবাদ বা বিবর্তনবাদ একটি থিওরি যা প্রমাণিত নয়। প্রমাণিত না হলেও তা বহু মানুষ বিশ্বাস করে নিয়েছে এবং স্কুলেও শেখানাে হয়। কিন্তু বিজ্ঞান বলছে কোন থিওরি ততক্ষণ পর্যন্ত গ্রহণযােগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তা গাণিতিক বিচারে উত্তীর্ণ না হবে। অর্থাৎ হিসাবের গড়মিল থাকলে চলবে না। উল্লেখযােগ্য ব্যাপার হল বিবর্তনবাদে একেবারে গাণিতিক বিচারে বহু গড়মিল আছে। এই গড়মিলগুলাের উত্তর বিবর্তনবাদিরা এখনাে দিতে পারেননি। এই গড়মিলগুলাে নিয়েই এই বইটি লেখা হয়েছে।