“পিঙ্গল আকাশ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
১৯৬৩ সালে পিঙ্গল আকাশ উপন্যাস লিখে দুই বাংলাতেই সাড়া জাগান শওকত আলী। তারপর ১৯৬৮ সালে প্রকাশিত প্রথম ছোটগল্প সংকলন উন্মুলবাসনা।
বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, ফিলিপস পুরস্কার, বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার ইত্যাদি তার লেখালেখির প্রতি দেশের বিদগ্ধসমাজের বিশেষ স্বীকৃতি।
বাবার মুখ থেকে শােনা সদ্যতিনি জেল থেকে বের হয়েছেন। সময়টা ১৯৫৩-‘৫৪ হবে। চারদিকে তখন আদর্শের পিঠে চাবুক মেরে এগিয়ে যাচ্ছে সম্পদ আহরণের নেশা। হিন্দু মুসলিম দাঙ্গার রেশ কেটে গেলেও উত্তেজনা কমেনি। দিনাজপুর শহরের কালিতলায় আমার দাদার বাসায় বসেই বাবা লিখেন ‘পিঙ্গল আকাশ’।
পিঙ্গল আকাশ যখন রচনা করেন তখন শওকত আলীর বয়স ছিল একুশ অথবা বাইশ বছর। বিষয়, কাহিনী ও চরিত্র নির্মাণে এক ব্যতিক্রমধর্মী রচনা হিসেবে ষাটের দশকের বাংলা কথাসাহিত্যে পিঙ্গল আকাশ উপশপিত হয়েছিল। দুই বাংলার সাহিত্য মহলেই তা প্রবল আলােচনার সূত্রপাত করে। অল্প সময়ের ব্যবধানে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশে গুরুত্ব আরাে বাড়ে।