“ডাবল ইনডেমনিটি” বইটিতে লেখা শেষের কথা: ইস্যুরেন্স এজেন্ট ওয়াল্টার হাফ দক্ষ, চতুর এবং সফল একজন সেলসম্যান। এক অটোমােবাইল ইন্স্যুরেন্স রিনিউ করতে গিয়ে তার দেখা হয় ধনবান মক্কেলের স্ত্রীর সাথে। ঘটনার আবর্তে তার প্রেমে পড়ে যায় সে। মহিলার প্ররােচনায়, টাকার লােভে আর ভালােবাসার মােহে অন্ধ হয়ে ওয়াল্টার হাফ নিখুঁত এক ষড়যন্ত্র করে মহিলার স্বামীকে সরিয়ে দেবার-সেই সাথে নিজের ইস্যুরেন্স কোম্পানি থেকে পঞ্চাশ হাজার ডলারের দ্বিগুন ক্ষতিপূরণ হাতানাের। পরকীয়া, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, বুদ্ধিমত্তা আর ভালােবাসার অপূর্ব মিশেলে গড়া এই কাহিনী। জেমস এম. কেইনের এই রােমান নুয়া ধাঁচে লেখা এই টানটান উত্তেজনার থৃলারটি নিঃসন্দেহে পাঠককে তৃপ্তি দেবে।