“ভালবাসার ডাকপিয়ন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সাধারণ একটা ফেসবুক পেইজ থেকে। কিভাবে বড় একটি কমিউনিটি গড়ে উঠে “ভালবাসার ডাকপিয়ন” তার বড় একটা উদাহরণ। ২০১১ সালে এ পেজের যাত্রা শুরু। দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত লেখক। নিয়মিত লিখছেন এই পেজে। আধুনিকতার যুগে ছুটে চলা প্রজন্মের। মনে সাহিত্যের ছোঁয়া রাখার প্রচেষ্টায়। কাজ করে পেইজটি। আপাতদৃষ্টিতে। এটি একটি ফেসবুক পেইজ হলেও, ভালবাসার ডাকপিয়নের শুভানুধ্যায়ীদের কাছ থেকে ভিন্ন একটা কথা। শােনা যায় প্রায়ই,
“ডাকপিয়ন শুধু একটা পেইজ নয়, ডাকপিয়ন একটি পরিবার।”