“সুনীল বাংলাদেশ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখায় বারেবারেই ঘুরে ফিরে এসেছে বাংলাদেশ। সত্যি বলতে কী, বাংলাদেশ সম্পর্কে এমন সজাগ আগ্রহ ওপার বাংলার আর কারাে মধ্যেই দেখা যায়নি। তার বাংলাদেশ বিষয়ক প্রায় ৮০টি লেখার সংকলন এই বই। খ্যাতির তুঙ্গে থাকা হাসান আজিজুল হক, শামসুর রাহমানকে নিয়ে যেমন লিখেছেন; আবার তখনাে পর্যন্ত অখ্যাত হুমায়ূন আহমেদের প্রথম বইটি নিয়েও লিখেছেন। সামস্ রাশীদকে নিয়ে যখন বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনাে সমালােচকই লেখেননি, তার উপল উপকুলে নিয়ে মনােজ্ঞ একটা আলােচনা করেছেন। এই বাংলার কবিতা, গল্প, উপন্যাস নিয়ে তাঁর একাধিক লেখা আছে, আলাদা করে বাংলাদেশের গদ্য নিয়ে আছে ধারাবাহিক রচনা। আর একাত্তরের পুরাে সময় জুড়ে প্রতিমাসেই লিখেছেন একাধিক রচনা। সেসব লেখার কোনােটার বিষয় আঁদ্রে মালরাের চিঠি, কোনােটায় কিভাবে অ্যালান গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশাের রােড’ লেখার অনুঘটক হয়ে উঠলেন সুনীল গঙ্গোপাধ্যায়, তার বিবরণী আছে বারবার বাংলাদেশে ঘুরে যাওয়ার বিত্তান্ত, বাংলাদেশের তিন নদীর রূপ বর্ণনা। আর আছে বাংলাদেশ নিয়ে কবিতা, ছড়া আর গল্প। এসব লেখার একটা বড় অংশ এতদিন পত্রিকার পুরনাে পাতায় বন্দি হয়েছিল। আধুনিক বাংলা সাহিত্যের প্রধান একজন লেখকের বাংলাদেশ বিষয়ক লেখাগুলােকে এক করে পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত।