“বিষাদ ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ভাঙাচোড়া নীলকুঠির বারান্দায় নাচতে নাচতে । সন্ধ্যার একফোটা আলােয় মিলিয়ে যাচ্ছেন অপর্ণাদি! গভীর রাতে সর্বনাশা কবিতায় আক্রান্ত হচ্ছে মাতাল। রাজিব। দোতলা বাসের জানালায় বসে, একটা জীবন পেছনে ফেলে বাড়ি ফিরে আসছে ইমু। আম্মার অন্ধকার উঠানজুড়ে লেবুপাতার মায়াময় ঘ্রাণ, নক্ষত্রের ছায়া। আর বিষন্ন সমস্ত মেঘ মাথায় নিয়ে, সিগারেটে টান। দিয়ে, দাদা বলছে, জীবন এক আশ্চর্য ভ্রমণ, ইমু। ইমুর এই আশ্চর্য ভ্রমণে, পাঠক, আপনি আমন্ত্রিত।