“মাল্টি কালার কষ্ট” বইয়ের ফ্ল্যাপের লেখা কথা:
কবিতা কখন যে, লবনের স্বাধ ও বিস্ময়ের শূণ্যতায় খােদাই হয়ে বেড়িয়ে আসে, সেই সময়কে ধরতেই কবির আন্তরে রচিত হয় বহু কোজাগরি চাঁদ। তবুও কবির, শরীর পিরামিড করে স্পেস খুলে থাকে দীর্ঘ অপেক্ষার নীরবতা। কবিতা তখন অন্ধকার ভেদ করে ইব্রাহীম খলিলের মুগ্ধতা দেখে। যেনাে সবকিছু কালার হয়ে ওঠে তার আত্মার আড়াল ছুঁয়ে। পাঠকের স্মৃতির পাহাড় বেয়ে জিরাফের মুখ তুলতে থাকে, অপর চূড়ার আকাঙ্খায়। এভাবেই আমরা তার কবিতায় আস্থার প্রতিধ্বনি টের পাই…।