৳ 135.00
লেখক | মুহম্মদ আবুল কাসেম |
---|---|
প্রকাশক | প্রকৃতি |
আইএসবিএন (ISBN) |
9789843000006895 |
ভাষা | বাংলা |
পৃষ্ঠার সংখ্যা | ৭০ |
সংস্কার | 1st Published, 2018 |
দেশ | বাংলাদেশ |
মুহম্মদ আবুল কাশেম সাবেক সচিব ও রাষ্ট্রদূত। জন্ম মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া গ্রামে, ১৯৫০ সালের ১ জানুয়ারি । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বাবা মাে. রস্তম আলী, দাদা কাশেম আলী ও বড়বাবা। যৌবন ব্যাপারি ছিলেন ব্যবসায়ী। তাই কথা ছিল ব্যবসায়ী হবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন দ্য পিপলস পত্রিকার ইউনিভার্সিটি করেসপনডেন্ট হিসেবে কাজ শুরু করেন। এ সময় ঢাকা। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন। সহসভাপতি মনােনীত হন। স্বাধীনতার পর এই পত্রিকায় কর্মজীবন শুরু করেন। স্থানীয়ভাবে মুরিদ্ধের প্রতিমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার করণে ১৯৭১ সালে মুন্সিগঞ্জ অ্যাসিসটেন্ট সাব মার্শাল ল মিনিস্ট্রেশন থেকে তাকে গ্রেফতারের নির্দেশ ১৯৭২ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় পঞ্চম এবং ১৯৭৩ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে তৃতীয় স্থান লাভ করেন।