”সারা যখন চাঁদ গিলে ফেলল” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
কী করে হলো এটা?
গোপনে বলছি!
আসলে সারা চাঁদ গেলেনি, চাঁদও একেবারে উধাও হয়ে যায়নি। চাঁদ তার কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় প্রায় এক মাস ৷ এ সময়ে ১৫ দিন চাঁদ থাকে রাতের আকাশে, বাকি সময় দিনের আকাশে । দিনে তো আমরা চাঁদ দেখি না! সূর্যের আলোয় চাঁদকে দেখাই যায় না । কারণ সূর্যের আলো বেশি, চাঁদের আলো কম ।
সারা চাঁদ গিলে ফেলায় কী হয়েছে এখন বুঝতেই পারছ! ছোট মামাও রহস্যটার জট খুললেন না। থাকুকই না হয় একটু রহস্য! আরেকটু বড় হয়ে জারা নিজেই বাকিটা জেনে নেবে ।