“কায়রো ট্রিলজি (প্যালেস অব ডিজায়ার)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
আরবি একমাত্র নােবেল পুরস্কার নাগিব মাহফুজের জন্ম ১৯১১ সালে মিশরের কায়রােতে। ১৯৩৪ সালে। কায়রাে বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ডিগ্রি নিয়ে সিভিল সার্ভিসে যােগ দেন। তাঁর প্রথম উপন্যাস ‘খুফু’জন উইজডম’ প্রকাশিত হয় ১৯৩৯ সালে। এরপর তার আরও ৩৫টি উপন্যাস এবং ১৫টি ছােটগল্প সংকলন প্রকাশিত হয়। তার আত্মজীবনী প্রকাশিত হয় ১৯৯৪ সালে। তার উপন্যাস ও ছােটগল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ত্রিশটির বেশি চলচ্চিত্র। কায়রাে আমেরিকান ইউনিভার্সিটি তাঁকে প্রেসিডেন্সিয়াল মেডেল ও ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। ১৯৮৮ সালে নাগিব মাহফুজ সাহিত্যে নােবেল পুরস্কার লাভ করেন। তাঁর গ্রন্থ ইংরেজিসহ বিশ্বের প্রধান প্রধান ভাষায় অনূদিত হয়েছে। আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রাে ৪৩ খণ্ডে নাগিব মাহফুজের সাহিত্যকর্ম প্রকাশ করেছে। কায়রাে ট্রিলজি নাগিব মাহফুজের প্রধান ও গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত। কায়রাের যে এলাকায় মাহফুজ বেড়ে উঠেছিলেন সেই গামালিয়ার একটি পিতৃতান্ত্রিক পরিবারের তিন প্রজন্মকে তিনি তার তিন খণ্ডের বিশাল এই উপন্যাসে তুলে এনেছেন এবং তিন খণ্ডের নামকরণ করেছেন তিনটি রাস্তার নামে—বায়ান আল-কাসরায়েন বা প্যালেস ওয়াক, কসর আল-শউক’ বা প্যালেস অফ ডিজায়ার এবং ‘আল-সুক্কারিয়া বা সুগার স্ট্রিট)। তার বাস্তবভিত্তিক উপন্যাস কায়রাে ট্রিলজি’ তাঁকে এনে দেয় বিশ্বখ্যাতি।