গোলকায়নের গর্ভে ভূমিষ্ঠ সন্তানেরা ধীরে ধীরে বেড়ে উঠছে এই মতিভ্রমের পৃষ্ঠাগুলোয়; ভবিষ্যতের স্বপ্নের সাথে অতীতের মায়ার বিচ্ছেদে, বিচ্ছিন্ন কাটাকুটি খেলার অস্তিত্ব জুড়ে যেন দিন গুজরান করে বিরাজমান এই গল্পগুলোয়। কবিতা লেখার অবসরে কিছু কিছু গল্প যেনবা বলতে না চেয়েও শেষাবধি পৃষ্ঠাবন্দী করে ফেলেছেন অর্জিত কাব্যময়তায়। – ইলিয়াছ কামাল রিসাত