“বাংলা বানান ও উচ্চারণ-বিধি” বইয়ের ফ্ল্যাপের কথা:
প্রমিত বাংলার ব্যবহার এ দেশে স্বাভাবিক বা স্বতঃসিদ্ধ নয় বলে তা চর্চা ও অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে হয়। তার জন্য প্রয়ােজন পড়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের এবং উপযুক্ত বইয়ের । বাংলাদেশে শিক্ষার হার ধীরগতিতে হলেও ক্রমাগত বাড়ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম মুখ্যত বাংলায় চালু আছে । পরিস্থিতির কারণে বাংলা শুদ্ধভাবে লেখা অনিবার্য হয়ে উঠেছে। তাই মানুষজনকে প্রশিক্ষিত করার উদ্দেশ্যে শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার বই যত বেশি প্রকাশিত হয় ততই দেশবাসীর মঙ্গল । ড. আবদুল আলীম রচিত বাংলা বানান ও উচ্চারণ-বিধি’ ভাষাশিক্ষার্থী ও অনুসন্ধিৎসু ব্যক্তিদের প্রয়ােজন মেটাবে। বাংলা আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা হলেও চারদিকের বাস্তবতা বলে দিচ্ছে যে, বাংলা ভাষার জন্য আমাদের মনে কোনাে। শ্রদ্ধাবোধ কী হৃদয়ে কোনাে ভালােবাসা আজ যেন আর কাজ করছে না। দেশপ্রেম থেকেই মাতৃভাষাপ্রেম জন্মায়। এর অর্থ দাঁড়ায় আমাদের দেশপ্রেম নেই। এ পরিস্থিতি লজ্জাজনক ও আত্মগানিকর। মাতৃভাষা নির্ভুল শেখা ও প্রয়ােগ করার লক্ষ্য সামনে রেখে ড. আবদুল আলীম যে-বইটি লিখেছেন তা পাঠ করলে সকলেই উপকৃত হবেন। আমি এ বইয়ের বহুল প্রচার কামনা করি ।