“নো গড বাট গড” বইটি সম্পর্কে কিছু কথা:
ইসলামের একেবারে সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এর ক্রমবিকাশ লেখক অত্যন্ত সাবলীলভাবে সামনে নিয়ে এসেছেন। এমন অনেক বিষয়ের ওপর আলােকপাত করেছেন, যা বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবনাকে সম্পূর্ণ নতুন পথে পরিচালিত করতে পারে। এমনকি ব্যক্তি হজরত মােহাম্মদকে (সা.) এমনভাবে তিনি উপস্থাপন করেছেন, যার ফলে প্রচণ্ড ইসলামবিদ্বেষীর কাছেও তাঁকে সত্যিকারের শ্রেষ্ঠ মানব মনে হবে। জিহাদ, মহানবীর (সা.) বিয়ে, নারীদের সমাজে অপেক্ষাকৃত নিম্ন মর্যাদা দেয়া, মুসলিমদের সাথে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক ইত্যাদি যেসব বিষয়ে ভুল ধারণা রয়েছে, তিনি অত্যন্ত যৌক্তিকভাবে সেগুলাে খণ্ডন করেছেন।