বিশাল বিত্ত-বৈভবের মালিক রেস্টুরেন্ট ব্যবসায়ী জ্যাক বারনেস ভ্যালেনটাইন্স ডে উপলক্ষ্যে তাঁর স্ত্রীকে নিয়ে সারপ্রাইজ ট্যুরে যাওয়ার আয়োজন করেছে। কিন্তু সেদিনই নৃশংসভাবে খুন হয়ে গেল তাঁর স্ত্রী যি বারনেস। এতটা নিষ্ঠুরভাবে কাউকে খুন করা শুধুমাত্র কোনো বিকৃত মস্তিষ্ক মানুষের পক্ষেই সম্ভব। কে করল কাজটা? মোটিভ কী? হাসিখুশি যি-র প্রতি এতটা আক্রোশ কার? পরিসরে ছোট হলেও এই দুর্দান্ত মার্ডার মিস্ট্রি নভেলা পাঠকের হাঁটু কাঁপিয়ে দেয়ার জন্য যথেষ্ট। কথায় আছে, ছোট মরিচের ঝাল বেশি! ভালবাসা নয়; রক্তে রঞ্জিত ভ্যালেন্টাইন্স ডে-তে সবাইকে স্বাগতম।